নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ জেলার সাপাহার সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে ১৬ বিজিবি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টা ১৫ মিনিটে নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ আদাতলা বিওপির টহল কমান্ডার সুবেদার মো. আব্দুল আউয়ালের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সাপাহার থানাধীন নব আদাতলা গ্রামের নদীর ধারের কাঁচা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে এ মাদক উদ্ধার করে।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় সন্দেহজনক চলাচলের তথ্যের ভিত্তিতে টহল জোরদার করা হলে পরিত্যক্ত অবস্থায় মাদকগুলো পাওয়া যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাপাহার থানায় জমা দেওয়া হয়েছে।
এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় গরু পাচার, মাদক চোরাচালান, অবৈধ সীমান্ত পারাপারসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।
অপরাধ
সাপাহার সীমান্তে বিজিবির অভিযানে মালিকবিহীন ১০ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ণ
পড়া হয়েছে: ২১০৫ বার
বিষয়
বিজ্ঞাপন

Leave a Reply