ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ভূরুঙ্গামারী উপজেলা বিএনপি। উপজেলা বিএনপির আহবায়ক কাজী আলাউদ্দিন মন্ডল এক শোকবার্তায় বলেন, “বেগম খালেদা জিয়া দেশের রাজনীতি ও গণতন্ত্রের অমূল্য নেতা ছিলেন। তার অসামান্য রাজনৈতিক নেতৃত্ব, সংগ্রাম ও ত্যাগ আমাদের জন্য চিরস্মরণীয় প্রেরণার উৎস। তার মৃত্যুতে দেশ ও দলের রাজনীতি এক বিশিষ্ট নেত্রীকে হারালো। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।”
তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়ার জীবন ও কর্ম আমাদের শেখায় দেশের স্বার্থে কখনও আপস করা যায় না। দেশের জনগণ ও রাজনৈতিক নেতাকর্মীরা তার দেখানো পথ অনুসরণ করে গণতন্ত্র ও ন্যায়বিচারের জন্য লড়াই চালিয়ে যাবে। তার স্মৃতি সবসময় আমাদের পথপ্রদর্শক হিসেবে কাজ করবে।”
উপজেলা বিএনপি নেতৃবৃন্দ শোকের এই মুহূর্তে দলের সকল কর্মী ও সাধারণ জনগণকে আহ্বান জানিয়েছেন, যেন তারা বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার অবদান স্মরণ করে। এছাড়া, তারা বলেন, দেশ ও দলের অগ্রগতির জন্য তার আদর্শ ও নেতৃত্বের শিক্ষাকে জীবন্ত রাখা সকলের দায়িত্ব।
কুড়িগ্রাম
শোকের ছায়া: বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির গভীর শোক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ১১:০৩ অপরাহ্ণ
পড়া হয়েছে: ২০৯২ বার
বিজ্ঞাপন

Leave a Reply