হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

শহিদ বুদ্ধিজীবী দিবস ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় পালিত

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ণ পড়া হয়েছে: ২১৯৯ বার


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় রবিবার (১৪ ডিসেম্বর) শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি স্মরণে উপজেলা পরিষদ সভাকক্ষে একটি আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার, উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার ও ওসি আজিম উদ্দিন। সভার সঞ্চালনা করেন ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক।

সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের জুনিয়র যোদ্ধা, সাংবাদিক ও সুধিজনরা উপস্থিত ছিলেন। বক্তারা বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, ১৯৭১ সালে পাকিস্থানি বাহিনী পরাজয় অনুধাবন করতে পেরে দেশের মেধাবী বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছিল। এই বীর বুদ্ধিজীবীরা দেশের জন্য তাদের জীবন উৎসর্গ করেছিলেন।

সভা শেষে শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।


বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!