হোম / জাতীয়
জাতীয়

রাণীশংকৈলে যথাযোগ্য মর্যাদায়১৬ই ডিসেম্বর পালিত

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৭ অপরাহ্ণ পড়া হয়েছে: ৬৫১ বার

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মঙ্গলবার(১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটির কর্মসূচি শুরু হয় ভোর ৬টা ৪১ মিনিটে মুক্তিযুদ্ধের স্মারক খুনিয়াদিঘি স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে। পরে উপজেলা প্রশাসন, থানা পুলিশসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৯টায় রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরে একই মাঠে উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগমের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ও রিয়াজুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান, সাংবাদিক আশরাফুল আলম ও আনোয়ারুল ইসলাম, এনসিপি নেতা গোলাম মর্তুজা সেলিম, রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান আল বারী, ওসি (তদন্ত) রফিকুল ইসলামসহ আরও অনেকে।
বক্তারা তাঁদের বক্তব্যে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং স্বাধীনতা যুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অপরিসীম অবদানের কথা তুলে ধরেন। উপজেলা নির্বাহী অফিসার তাঁর বক্তব্যে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানোসহ জীবিত মুক্তিযোদ্ধাদের সম্মান প্রদর্শনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দল-মত নির্বিশেষে সকলকে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম। এছাড়াও দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় একই মাঠে ১৩টি রকমারি স্টল নিয়ে বিজয় মেলা অনুষ্ঠিত হয়। ওই মাঠেই বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাণীশংকৈলে যথাযোগ্য মর্যাদায়১৬ই ডিসেম্বর পালিত
বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!