হোম / শিক্ষা
শিক্ষা

রাজশাহীতে ২০২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক পাঠ্যবই সরবরাহ শুরু

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ণ পড়া হয়েছে: ৫০৫ বার


রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীতে ২০২৬ শিক্ষাবর্ষের জন্য মাধ্যমিক স্তরের পাঠ্যবই উপজেলা শিক্ষা অফিস থেকে বিদ্যালয় পর্যায়ে সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (তারিখ উল্লেখযোগ্য হলে যুক্ত করা যাবে) গোদাগাড়ীসহ জেলার বিভিন্ন উপজেলার শিক্ষা অফিস থেকে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য পাঠ্যবই সংগ্রহ করেন।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, প্রাথমিক ধাপে ষষ্ঠ শ্রেণির সব পাঠ্যবই এবং নবম শ্রেণির কিছু বই সরবরাহ করা হয়েছে। তবে সপ্তম ও অষ্টম শ্রেণির পাঠ্যবই এখনো উপজেলা পর্যায়ে না পৌঁছানোয় ওই দুই শ্রেণির বই বিতরণ কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। সংশ্লিষ্টরা জানান, আগামী সপ্তাহের মধ্যেই অবশিষ্ট পাঠ্যবই উপজেলা শিক্ষা অফিসে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এরপর দ্রুত তা বিদ্যালয়গুলোতে পাঠানো হবে।
পাঠ্যবই সংগ্রহ করতে আসা শিক্ষকরা জানান, গত শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা নতুন বছরের কয়েক মাস পর সব পাঠ্যবই হাতে পেয়েছিল, যার ফলে পাঠদান কার্যক্রমে বিঘ্ন ঘটে। এ বছর শিক্ষাবর্ষের শুরুতেই সব শিক্ষার্থীর হাতে পাঠ্যবই পৌঁছানোর আশা প্রকাশ করেন তাঁরা।
জেলা শিক্ষা অফিসার জায়েদুর রহমান বলেন, শিক্ষার্থীদের বছরের শুরুতেই পাঠ্যবই দেওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে বই উৎসবের মাধ্যমে পাঠ্যবই বিতরণ করা হবে কি না—সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত নির্দেশনা পাওয়া যায়নি।
রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অফিসের তথ্যমতে, জেলায় ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত পাঠ্যবইয়ের মোট চাহিদা প্রায় ২২ লাখ ৭ হাজার কপি। প্রথম ধাপে সেই চাহিদার একটি অংশ সরবরাহ শুরু হয়েছে। শিক্ষা বিভাগ আশা করছে, নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই শিক্ষার্থীরা প্রয়োজনীয় সব পাঠ্যবই হাতে পাবে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!