হোম / শিক্ষা
শিক্ষা

রাজশাহীতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেলেন ৫,৩৭৫ গ্রাজুয়েট

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ণ পড়া হয়েছে: ৫৭৯ বার

রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীতে অবস্থিত বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস. মুর্শিদ। সমাবর্তনের চেয়ার হিসেবে তিনি উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে ডিগ্রি তুলে দেন।
সমাবর্তনের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত গবেষক ও প্রকৌশলী এবং কানাডার ইউনিভার্সিটি অব ম্যানিটোবার ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. একরাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. এম. আনোয়ার হোসেন।


অনুষ্ঠানে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হাফিজুর রহমান খান শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। সকাল সোয়া ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যার নেতৃত্বে সমাবর্তনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
এবারের সমাবর্তনে সামার ২০২০ থেকে ২০২৫ সালের স্প্রিং সেমিস্টার পর্যন্ত স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করা হয়। ব্যবসায় প্রশাসন, আইন ও মানবাধিকার, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, পাবলিক হেলথ, ইংরেজি, সমাজবিজ্ঞান, অর্থনীতি, জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগসহ মোট ৫ হাজার ৩৭৫ জন গ্রাজুয়েট এই সমাবর্তনে ডিগ্রি অর্জন করেন।
অনুষ্ঠানজুড়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস, অভিভাবকদের গর্ব ও অতিথিদের অনুপ্রেরণামূলক বক্তব্যে সমাবর্তনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!