রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী রেলওয়ে স্টেশনে ট্রেনে ওঠার সময় ঘটে যাওয়া দুর্ঘটনায় এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৪টার দিকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেসে উঠতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণীর নাম রুপা খাতুন (২৩)। তিনি রাজশাহীর দুর্গাপুর উপজেলার তিত্তরকুড়ি গ্রামের বাসিন্দা। তার স্বামী মো. অনিক ঢাকায় একটি ফার্নিচার প্রতিষ্ঠানে কর্মরত বলে জানা গেছে।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মো. অনিক তার স্ত্রী রুপা খাতুনকে সঙ্গে নিয়ে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে রাজশাহী স্টেশন থেকে পদ্মা এক্সপ্রেসে ওঠার চেষ্টা করছিলেন। ট্রেন ছেড়ে দেওয়ার সময় মো. অনিক আগে ট্রেনে উঠে স্ত্রীকে হাত ধরে তুলতে গেলে হঠাৎ রুপা খাতুন ভারসাম্য হারিয়ে পড়ে যান। এ সময় তিনি গুরুতর আহত হন।
ঘটনার পরপরই মো. অনিক চলন্ত ট্রেন থেকে নেমে পড়েন। ট্রেনটি স্টেশন ত্যাগ করার পর স্থানীয় লোকজন ও রেলওয়ে কর্মীদের সহায়তায় আহত রুপা খাতুনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, ঘটনাটি একটি দুর্ঘটনা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় স্টেশন এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নারী-শিশু
রাজশাহীতে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় তরুণীর মৃত্যু
প্রকাশ: ১ জানুয়ারি ২০২৬, ১১:২২ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৫৪২ বার
বিজ্ঞাপন

Leave a Reply