হোম / আইন ও পরামর্শ
আইন ও পরামর্শ

রাজশাহী রেঞ্জে পাবনা জেলা পুলিশের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ২৩ বার
রাজশাহী রেঞ্জে পাবনা জেলা পুলিশের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত
রাজশাহী রেঞ্জে পাবনা জেলা পুলিশের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত

স্টাফ রিপোর্টাৈর

বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিসেম্বরের পারফরম্যান্স মূল্যায়নে আটটি জেলার মধ্যে পাবনা জেলা পুলিশ শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে। পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজিনূর রহমান (ক্রাইম এন্ড অপস) এর তৎপরতায় ও নিবিড় নজরদারীতে জেলার নানা গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, মাদক, অস্ত্র উদ্ধার ও আইন-শৃঙ্খলা রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই গৌরব অর্জন করেন তারা।রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে ১৪ জানুয়ারী বুধবার আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এই ঘোষণা দেওয়া হয়। রাজশাহী রেঞ্জের ডিআইজি কর্তৃক রেঞ্জের সার্বিক কার্যক্রম পর্যালোচনায় পাবনা জেলাকে প্রথম স্থান ঘোষণা করেন এবং শ্রেষ্ঠত্বের ক্রেস্ট প্রদান করা হয়। পাবনা জেলার পক্ষে এই সম্মাননা গ্রহণ করেন জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ। ব্যক্তিগত নৈপুণ্যে শ্রেষ্ঠত্বের তালিকায় যারা ডিসেম্বর-২৫ মাসের কার্যক্রমের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে পাবনা জেলা পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তা শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করেছেন। শ্রেষ্ঠ অফিসাদের সার্বিক কার্যক্রমের মধ্যে পাবনা ডিবি পুলিশের এসআই (নিঃ) অসিত কুমার বসাক। ভাঙ্গুড়া থানার চাঞ্চল্যকর ডাকাতি মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনি শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হন। মামলার রহস্য উদঘাটন ও উদ্ধারে, চাঞ্চল্যকর স্কুলেন্স (স্কুল ড্রেস/সরঞ্জাম) চুরি মামলার রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার ও চোরাই মালামাল উদ্ধারের জন্য এসআই (নিঃ) বিজন সরকার শ্রেষ্ঠ অফিসার হিসেবে মনোনীত হয়েছেন। অস্ত্র উদ্ধারে বিশেষ সাফল্য: অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে বিশেষ পারদর্শিতা দেখিয়ে শ্রেষ্ঠত্বের পুরস্কার পেয়েছেন এসআই (নিঃ) বেনু রায় (পিপিএম), এসআই (নিঃ) অসিত কুমার বসাক, এসআই (নিঃ) মোঃ লতিফর রহমান (ঈশ্বরদী থানা)আইন-শৃঙ্খলায় রাজশাহী রেঞ্জের পর্যালোচনায় পাবনা জেলা পুলিশ ডিসেম্বর মাসে ডাকাতি, খুন ও চুরির মতো গুরুতর অপরাধগুলোর রহস্য দ্রুততম সময়ে উদঘাটন করেছে। বিশেষ করে অবৈধ আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার জেলার আইন-শৃঙ্খলার স্থিতিশীলতা বজায় রাখতে বড় ভূমিকা রেখেছে। পাবনার পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ এই অর্জনের কৃতিত্ব জেলার প্রতিটি স্তরের পুলিশ সদস্যদের নিষ্ঠা ও কঠোর পরিশ্রমকে দিয়েছেন। তিনি জানান, এই পুরস্কার আগামীতে জননিরাপত্তা নিশ্চিত করতে পাবনা জেলা পুলিশকে আরও বেশি উৎসাহিত ও বেগবান করবে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!