মানিকগঞ্জ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। দিনব্যাপী দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে নির্বাচনী এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় মানিকগঞ্জ-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন তাঁর মনোনয়নপত্র জমা দেন। পরে দুপুর ১২টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত মানিকগঞ্জ-৩ আসনের এমপি প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র দাখিল করেন। একই আসনে এবি পার্টির পক্ষ থেকে অ্যাডভোকেট আব্দুর রউফ মনোনয়নপত্র জমা দেন।
এদিকে মানিকগঞ্জ-১ আসন (ঘিওর–দৌলতপুর) থেকে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. আবু বকর সিদ্দিক, বিএনপি মনোনীত প্রার্থী এস এ জিন্নাহ কবির এবং বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ তোজাম্মেল হক তোজা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) মনোনীত প্রার্থী মাওলানা খোরশেদ আলম মনোনয়নপত্র দাখিল করেন।
অন্যদিকে মানিকগঞ্জ-২ আসন (সিংগাইর–হরিরামপুর) থেকে ১০ দলীয় জোট মনোনীত ও ইসলামী খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা সালাউদ্দিন এবং বিএনপি মনোনীত প্রার্থী মইনুল ইসলাম খান শান্ত তাঁদের মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিল শেষে প্রার্থীরা ও দলীয় নেতাকর্মীরা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন। তারা বলেন, নির্বাচনী আচরণবিধি মেনে শৃঙ্খলা ও সৌহার্দ্যের মাধ্যমে ভোটারদের কাছে নিজেদের বক্তব্য তুলে ধরবেন এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সবাই একযোগে কাজ করবেন।
জাতীয়
মানিকগঞ্জের তিন আসনে বিভিন্ন দলের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১১:৫৬ অপরাহ্ণ
পড়া হয়েছে: ১৭০২ বার
বিজ্ঞাপন

Leave a Reply