হোম / অপরাধ
অপরাধ

ভূরুঙ্গামারীতে জমি নিয়ে রক্তক্ষয়ী হামলা,ক্ষেতের ধান লুট,একজন আহত,আতংকে ভুক্তভোগী পরিবার

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:৪২ অপরাহ্ণ পড়া হয়েছে: ৩৫৪২ বার
ভুরুঙ্গামারীতে জমি নিয়ে রক্তক্ষয়ী হামলা,ক্ষেতের ধান লুট


ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন গোলাপ উদ্দিন নামে এক ব্যক্তি। একই সঙ্গে আনোয়ার হোসেনের ক্ষেত থেকে কেটে রাখা পাকা ধান লুট করে নিয়ে গেছে স্থানীয় প্রভাবশালী মতিন লাভলু গংয়ের ভূমিদস্যু চক্র। এ ঘটনাকে
কেন্দ্র করে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে, যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।
ঘটনাটি ঘটেছে উপজেলার দক্ষিণ ধলডাঙ্গা গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আব্দুর রহমানের পুত্র আব্দুল মতিন (৪০), লাভলু মিয়া (৪৮), হারুণ (৫২) ও শাহ আলম (৫৬)-এর সঙ্গে একই গ্রামের আনোয়ার হোসেন ও তার ভাই গোলাপ উদ্দিনের দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল।
এলাকায় প্রভাবশালী হওয়ায় মতিন-লাভলু গং বিভিন্ন সময় প্রতিপক্ষের জমি দখলের চেষ্টা করে আসছে বলে অভিযোগ রয়েছে।
গত ৬ ডিসেম্বর দুপুর ১টা ৩০ মিনিটের দিকে পূর্বপরিকল্পিতভাবে মতিন-লাভলু গংয়ের নেতৃত্বে ১৪/১৫ জনের একটি সশস্ত্র দল লাঠি, রড, রামদা, বেকি ও ছুরি নিয়ে আনোয়ার হোসেনের জমিতে অনধিকার প্রবেশ করে। তারা জমিতে কেটে রাখা ধানের আটি নিয়ে লাভলু মিয়ার বাড়ির দিকে যেতে চাইলে আনোয়ার হোসেন ও তার লোকজন বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে হামলাকারীরা এলোপাতাড়ি মারধর শুরু করলে কয়েকজন আহত হন। এসময় গোলাপ উদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে গুরুতর জখম করা হয় এবং লুট করে নিয়ে যাওয়া হয় ক্ষেতের ফসল। স্থানীয়রা চিৎকার শুনে এগিয়ে এসে আহতদের উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গোলাপ উদ্দিনের অবস্থা গুরুতর হওয়ায় পরে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে তিনি এখনও চিকিৎসাধীন।
এ ঘটনায় গোলাপ উদ্দিনের ভাতিজা মনির হোসেন বাদী হয়ে গত ৮ ডিসেম্বর ভূরুঙ্গামারী
থানায় আব্দুল মতিন, লাভলু মিয়া, হারুণ ও শাহ আলমসহ ১৪ জনের বিরুদ্ধে একটি মামলা করেন (মামলা নং ০৬,তারিখ: ৮/১২/২০২৫)। মামলার তদন্ত কর্মকর্তা এসআই এনামুল হকের নেতৃত্বে পুলিশ মূল আসামি আব্দুল মতিনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।
তবে অন্যান্য আসামিরা আদালত থেকে জামিন নিয়ে বাদী ও তার স্বজনদের মামলা প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছে বলে অভিযোগ করেছেন আনোয়ার হোসেন। তিনি জানান, মামলা না তুললে পুনরায় হামলা, রাস্তায় তুলে মারধর, এমনকি খুন করে লাশ গুম করার হুমকি দিচ্ছে মতিন-লাভলু গং। আরও জানাগেছে উক্ত মতিন-লাভলু গং আনোয়ার হোসেনের ৯শতক পুকুর,১৫ শতক বীজতলার জমি,১৫ শতক ইউক্লিপ্টাস বাগান ও ৫৬ শতক জমিতে চাষাবাদে বাঁধা দিয়ে আসছে। । এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
এ বিষয়ে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুন্তাসির মামুন মুন জানান,গত ১১ ডিসেম্বর ঘটনাস্থল তদন্ত করা হয়েছে। তদন্ত চলছে। তদন্ত শেষে আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভুরুঙ্গামারীতে জমি নিয়ে রক্তক্ষয়ী হামলা,ক্ষেতের ধান লুট
বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!