কুড়িগ্রাম প্রতিনিধি
বাংলাদেশের নারী,যুব এবং প্রান্তিক জনগোষ্টির মধ্যে নির্বাচনী অংশগ্রহণ জোরদার করার জন্য অন্তর্ভূক্তিমূলক ভোটার শিক্ষার প্রচার করা নিয়ে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা লাইট হাউজের আয়োজনে সদর উপজেলা অফিসার্স ক্লাবের আলোর ভুবন মিলনায়তনে বুধবার দিনব্যাপি এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন,কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সুমিয়ারা পারভীন,সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমত আরা,সমবায় কার্যালয়ের সহকারি পরিদর্শক মনোয়ার হোসেন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.কনিকা দাস প্রমুখ।
দিনব্যাপি কর্মশালায়,ভোটার শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ ও স্বেচ্ছাসেবকদের জন্য ক্যাসকেডিং প্রশিক্ষণ-২শ জন,নারী প্রধান পরিবারের নারী ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠির সাথে ভোটার প্রশিক্ষণ-১২০০জন,ইউনিয়ন নারী ফোরাম সদস্যদের সাথে কর্মশালায়-৭২০জন,মাইকিং প্রচারণা-৬০হাজার জন,নারী কেন্দ্রিক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা-২৫হাজার,উঠান বৈঠকে ভিডিও প্রদর্শনী-৩৬০০জনকে নিয়ে অনুষ্ঠিত হবে। এছাড়াও সামগ্রি বিতরণ ও প্রচারণা,জেলা-উপজেলা পর্যায়ের সরকারি-বেসরকারি স্টেকহোল্ডারদের সাথে শেয়ারিং সভা করার উপর গুরুত্ব দেয়া হয়।
ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্ট্রোরাল সিস্টেম এর সহায়তায় অনুষ্ঠানে প্রকল্প সমন্বয়কারী জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় ৫০জন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি,স্বেচ্ছাসেবক,গণমাধ্যমকর্মী কর্মশালায় অংশগ্রহণ করেন।

Leave a Reply