হোম / আন্তর্জাতিক
আন্তর্জাতিক

বাংলাদেশসহ চার গ্রীষ্মমণ্ডলীয় দেশে মার্কিন নাগরিকদের জন্য লেভেল–২ ভ্রমণ সতর্কতা

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৮ অপরাহ্ণ পড়া হয়েছে: ১২১৭ বার

নিউজ ডেস্কঃ

বাংলাদেশসহ চারটি গ্রীষ্মমণ্ডলীয় দেশে ভ্রমণকারী মার্কিন নাগরিকদের জন্য লেভেল–২ ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। অনিরাময়যোগ্য মশাবাহিত রোগ চিকুনগুনিয়ার উদ্বেগজনক প্রাদুর্ভাবকে এ সতর্কতার মূল কারণ হিসেবে উল্লেখ করেছে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। শুক্রবার (৫ ডিসেম্বর) প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

সিডিসি জানায়, এ সতর্কতা কিউবা, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে প্রযোজ্য হবে। এসব অঞ্চলে ভ্রমণকারীদের উন্নত সতর্কতা (Enhanced Precautions) অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, চিকুনগুনিয়ার এখনও কোনো নিরাময় নেই, তবে রোগটি টিকা–প্রতিরোধযোগ্য। যেসব এলাকায় রোগটির প্রাদুর্ভাব দেখা দিয়েছে, সেখানে ভ্রমণের আগে টিকা গ্রহণের সুপারিশ করা হয়েছে। সাধারণ উপসর্গের মধ্যে আছে জ্বর ও তীব্র জয়েন্ট ব্যথা, যা অনেক ক্ষেত্রে দীর্ঘ সময় স্থায়ী থাকতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, কিছু রোগীর অবস্থা জটিল পর্যায়ে পৌঁছাতে পারে, যেখানে অঙ্গহানি, তীব্র জটিলতা ও মৃত্যুর ঝুঁকি দেখা দেয়—এ অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়া প্রয়োজন হয়।

ডব্লিউএইচও–র তথ্যানুযায়ী, জানুয়ারি থেকে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত বিশ্বব্যাপী ৪ লাখ ৪৫ হাজার সন্দেহভাজন ও নিশ্চিত চিকুনগুনিয়া রোগী শনাক্ত হয়েছে। এ সময় মৃত্যুবরণ করেছে ১৫৫ জন। বাংলাদেশেও পরিস্থিতির অবনতি দেখা যাচ্ছে; একই সময়ে ঢাকায় ৭০০ সন্দেহভাজন কেস রিপোর্ট হয়েছে।

চীনের গুয়াংডং প্রদেশে এখন পর্যন্ত ১৬ হাজার স্থানীয়ভাবে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে—যা দেশটির ইতিহাসে সবচেয়ে বড় প্রাদুর্ভাব বলে উল্লেখ করেছে সিডিসি।

এছাড়া আরও জানানো হয়েছে, ব্রাজিল, কলম্বিয়া, ভারত, মেক্সিকো, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন ও থাইল্যান্ডে ভ্রমণকারী মার্কিন নাগরিকরাও বাড়তি ঝুঁকির মধ্যে থাকতে পারেন।

সূত্রঃ ফক্স নিউজ

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!