হোম / অপরাধ
অপরাধ

বড়লেখায় দুর্বৃত্তের হামলায় দুই ভাই খুন, তিনজন গুরুতর আহত

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৪:২০ অপরাহ্ণ পড়া হয়েছে: ২১৭ বার


মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখায় নিজ বাড়িতে দুর্বৃত্তের অতর্কিত হামলায় দুই ভাই খুন হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন, যাদের আশঙ্কাজনক অবস্থায় বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
হত্যার ঘটনা শনিবার (২৭ ডিসেম্বর) মাগরিবের আজানের পূর্ব মুহূর্তে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামে, ফরেস্ট অফিস সংলগ্ন নিহতদের বাড়িতে ঘটেছে। নিহতরা হলেন, বিওসি কেছরিগুল গ্রামের মৃত নিমার আলীর বড় ছেলে কুয়েত প্রবাসী জামাল উদ্দিন (৫৫) এবং ছোট ছেলে কৃষক আব্দুল কাইয়ুম (৪৮)। জামাল উদ্দিন ছয় মাস আগে দেশে ফিরে আসেন।
নিহতের পরিবারের কেউ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি, তারা কি কারণে হত্যা করা হয়েছে বা হামলাকারীরা কে—তা।
বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, নিহত দুইজনের লাশ উদ্ধার এবং হামলার প্রকৃত কারণ নির্ধারণের জন্য পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। হত্যার ঘটনায় বিস্তারিত তদন্ত শুরু হয়েছে এবং সংশ্লিষ্টদের সনাক্তকরণ ও আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!