হোম / জাতীয় সংসদ নির্বাচন
জাতীয় সংসদ নির্বাচন

বগুড়া সদর আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ, বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ণ পড়া হয়েছে: ২০৩৪ বার


বগুড়া প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া সদর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছ থেকে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেন।
এ সময় জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমান, সাবেক আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইললাম, শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, সদর উপজেলা বিএনপির সভাপতি মাহফতুন আহম্মেদ খান রুবেল, কেএম খায়রুল বাশারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে একই দিনে লালু মনোনয়নপত্র সংগ্রহ করেন। সে সময়ও বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের আশঙ্কায় বিপুলসংখ্যক নেতাকর্মী জেলা নির্বাচন অফিস ও জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জড়ো হলেও মনোনয়নপত্র উত্তোলনের সময় তারা নির্দিষ্ট এলাকায় প্রবেশ করেননি।
মনোনয়নপত্র উত্তোলন শেষে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা সাংবাদিকদের বলেন,
“তারেক রহমান বগুড়া সদর আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। আজ রোববার তার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। এটি আমাদের জন্য গর্বের বিষয়। বগুড়ার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন ধানের শীষ প্রতীকে তারেক রহমানকে ভোট দেওয়ার জন্য।”
এ ঘটনাকে কেন্দ্র করে বগুড়ার রাজনৈতিক অঙ্গনে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!