হোম / আইন ও পরামর্শ
আইন ও পরামর্শ

ফুলবাড়ী সীমান্তে বিএসএফের সড়ক নির্মাণ স্থগিত, ১৩ জানুয়ারি পর্যন্ত কাজ না করার আশ্বাস দিল বিএসএফ

প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ০৮:২৩ অপরাহ্ণ পড়া হয়েছে: ৮২ বার
ফুলবাড়ী সীমান্তে বিএসএফের সড়ক নির্মাণ স্থগিত, ১৩ জানুয়ারি পর্যন্ত কাজ না করার আশ্বাস দিল বিএসএফ
ফুলবাড়ী সীমান্তে বিএসএফের সড়ক নির্মাণ স্থগিত, ১৩ জানুয়ারি পর্যন্ত কাজ না করার আশ্বাস দিল বিএসএফ


ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি |
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোঠাল সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নতুন করে সড়ক নির্মাণের কাজ আপাতত বন্ধ রাখবে বলে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)-কে জানিয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক পিলার ৯৩৪/১-এর কাছে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকে বিএসএফ এ আশ্বাস দেয়।
বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১১টা ১০ মিনিট থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত ১০ মিনিটব্যাপী ওই পতাকা বৈঠকে বিএসএফ আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত সীমান্ত এলাকায় কোনো ধরনের নতুন নির্মাণ কাজ না করার প্রতিশ্রুতি দেয়। একই সঙ্গে বিষয়টি নিয়ে ব্যাটালিয়ন পর্যায়ে আলোচনার জন্য সময় চাওয়া হয়।
এর আগে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে ভারতীয় ৩ বিএসএফ ব্যাটালিয়নের মেঘ নারায়ণের কুঠি ক্যাম্পের ইন্সপেক্টর সুনীল কুমার বিজিবির সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করলেও রাতের বেলায় বৈঠকে বিজিবি সম্মত না হওয়ায় পরবর্তীতে সময় নির্ধারণ করা হয়।
পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন শিমুলবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার নরেশ চন্দ্র এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন ৩ বিএসএফ ব্যাটালিয়নের মেঘ নারায়ণের কুঠি ক্যাম্পের ইন্সপেক্টর সুনীল কুমার।
এদিকে সীমান্তের উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ ও স্থানীয়দের সহযোগিতা নিশ্চিত করতে শুক্রবার বিকেলে বালারহাট বিওপিতে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভা করেন ১৫ বিজিবি লালমনিরহাট ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম। তিনি আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত সবাইকে ধৈর্য ধারণ করে বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানান। সভায় জনপ্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ফুলবাড়ী উপজেলার খলিশাকোঠাল সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৪-এর ১ এস থেকে ১১ এস পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে ভারতের কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানাধীন করলা এলাকায় একটি প্রধান সড়ক অবস্থিত। সীমান্তঘেঁষা এই সড়কটি বাংলাদেশ সীমান্ত থেকে বিভিন্ন স্থানে ৫০ থেকে ১২০ গজ দূরত্বে অবস্থিত। এই এলাকায় চার লেনের সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়ায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
পরবর্তীতে বিজিবির আপত্তির মুখে বিএসএফ আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত সব ধরনের নির্মাণ কাজ বন্ধ রাখতে সম্মত হয়েছে। ওই দিন ব্যাটালিয়ন পর্যায়ের বৈঠকের মাধ্যমে বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!