হোম / বিনোদন
বিনোদন

প্রেম ৩৬০ ডিগ্রি না হলে তা প্রেম নয়—নিজের প্রেম-জীবন নিয়ে খোলামেলা কুসুম শিকদার

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ণ পড়া হয়েছে: ৫০০ বার

বিনোদন ডেস্কঃ

এক সময় বড় পর্দা ও ছোট পর্দা—দুটিতেই নিয়মিত ও সমান জনপ্রিয় ছিলেন অভিনেত্রী কুসুম শিকদার। লাল টিপ, গহীনে শব্দ কিংবা শঙ্খচিল-এর মতো প্রশংসিত সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছেন তিনি। পর্দার বাইরে ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণত সংযত থাকলেও সম্প্রতি প্রথম প্রেমসহ নিজের অনুভূতি ও অভিজ্ঞতা নিয়ে অকপটে কথা বলেছেন এই অভিনেত্রী।

জীবনের প্রথম ভালোবাসা কবে এসেছিল—এমন প্রশ্নে কুসুম জানান, সেটিকে পুরোপুরি প্রেম বলা না গেলেও ভালোবাসার মতো এক অনুভূতির জন্ম হয়েছিল ১৯৯৬ সালে। তখন তিনি ক্লাস নাইনে পড়তেন। অভিনেত্রীর ভাষায়, “পুরো প্রেম না হলেও, ভালোবাসার একটা ব্যাপার তখন এসেছিল।”

সর্বশেষ কবে প্রেমে পড়েছেন—এই প্রশ্নে কিছুটা হেসে কুসুম বলেন, “না, ওভাবে ঠিক প্রেম হয়নি।” তবে অভিনয়ের সেটে সহশিল্পীদের প্রতি ক্ষণিকের ভালো লাগা তৈরি হয়েছে কিনা—এমন প্রশ্নে তিনি সোজাসাপটা স্বীকার করেন, “হ্যাঁ, হয়েছে। এগুলো তো হয়ই। সকাল ৮টা থেকে রাত ১২টা বা ১টা পর্যন্ত একটানা কাজ করলে এমন অনুভূতি তৈরি হওয়াটা স্বাভাবিক।”

বিচ্ছেদ কিংবা ‘ছ্যাঁকা’ খাওয়ার অভিজ্ঞতা আছে কিনা—জানতে চাইলে কুসুমের উত্তর আরও গভীর। তিনি বলেন, “ছ্যাঁকা ঠিক না। তবে সম্পর্কগুলো কমপ্লিট হয়নি। প্রেম হবে হবে এমন একটা ভাব ছিল, কিন্তু শেষে গিয়ে আর প্রেমই হয়ে ওঠেনি।”

প্রেম নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করে কুসুম শিকদার বলেন, “আমার কাছে প্রেম বা ভালোবাসা মানে ৩৬০ ডিগ্রি পূর্ণতা। কিন্তু আমার ক্ষেত্রে সেটা ৯০ বা ১৮০ ডিগ্রি পর্যন্ত গিয়েছে, এরপর আর এগোয়নি। তাই এটাকে বিচ্ছেদ বলাও ঠিক না।”

নিজের অনুভূতি ও অভিজ্ঞতা নিয়ে এমন খোলামেলা স্বীকারোক্তিতে আবারও প্রমাণ করলেন—কুসুম শিকদার শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও ভীষণ সংবেদনশীল ও স্পষ্টবাদী একজন মানুষ।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!