হোম / আন্তর্জাতিক
আন্তর্জাতিক

পাবনার দুবলিয়ায় বীর মুক্তিযোদ্ধা সোবহান খান ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৫:০০ অপরাহ্ণ পড়া হয়েছে: ৯০ বার
পাবনার দুবলিয়ায় বীর মুক্তিযোদ্ধা সোবহান খান ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
পাবনার দুবলিয়ায় বীর মুক্তিযোদ্ধা সোবহান খান ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ


বিশেষ প্রতিনিধি, পাবনা :
পাবনার সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের দুবলিয়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান খান ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) দুবলিয়া পুরাতন পাড়া হযরত আবু বকর (রা.) জামে মসজিদ সংলগ্ন মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সাদুল্লাপুর ইউনিয়নের দুবলিয়া, ফারাতপুর, চরপাড়া, কামারডাঙ্গা, পাটোয়া, শ্রীকোল, লক্ষিকোল ও দাসপাড়া গ্রামের প্রায় দুই শতাধিক দরিদ্র, বিধবা ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক, দৈনিক বাংলাদেশ সমাচার পাবনা ব্যুরো প্রধান ও টিএমএসএস-এর উপদেষ্টা মো. আ. খালেক খান পিভিএম (সেবা)-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন   পাবনা সরকারি মহিলা কলেজের প্রভাষক ও ফাউন্ডেশনের উপদেষ্টা মো. লিটন আনাম লিটু। তিনি বলেন,
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও প্রাক্তন শিক্ষক মো. হযরত আলী রতন, শিক্ষক ও সমাজসেবক আলাউদ্দিন, মো. বিল্লাল প্রামাণিক, ফাউন্ডেশনের দাতা সদস্য মো. আব্দুস ছামাদ খান, মো. শিমুল খান বাবু, মো. সাগর আলী খান, মো. শহীদ খান, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের কর্মকর্তা মো. আলতাব হোসেন, পরিচালক মো. ডামু খান, ফাউন্ডেশনের পরিচালক রাসেল আলী খান, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য মো. রানু খান ও মো. মোকসেদ আলীসহ অনেকে।
সভাপতির বক্তব্যে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. আ. খালেক খান বলেন, “আগামীতে কৃষকদের উন্নয়ন সহায়তা, বৃক্ষরোপণ, স্বাস্থ্য ও শিক্ষার মানোন্নয়ন এবং সামাজিক অবক্ষয় রোধে ফাউন্ডেশন কার্যকর ভূমিকা রাখবে। মানবিক কাজে অংশ নিতে আগ্রহী দানশীল ব্যক্তিদের আমরা স্বাগত জানাই।”
ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. আ. লতিফ, শিক্ষক মো. মানিকুজ্জামান, সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. নজরুল ইসলাম এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশনের এস এম শফিকুল ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন। তাঁদের দিকনির্দেশনায় ফাউন্ডেশনের সামাজিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে স্থানীয় কৃষক, এনজিও কর্মী ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন পত্রিকার মাধ্যমে সহযোগিতা ও উৎসাহ প্রদানকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!