পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ এক চোরাকারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, বস্তাবর বিওপির টহল কমান্ডার সুবেদার মো. তৌফিকুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৩/৩-এস থেকে আনুমানিক সাড়ে ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ভেড়ম এলাকায় অভিযান চালায়। এ সময় ৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেলসহ মো. ওবাইদুল হক (৪২) নামের এক চোরাকারবারিকে আটক করা হয়।
আটক ব্যক্তি মো. ওবাইদুল হক পত্নীতলা উপজেলার কেশবপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. গোলাম মোস্তফা।
বিজিবি জানায়, আটককৃত আসামীর বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে জব্দকৃত মালামালসহ তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন, পিএসসি বলেন, “নওগাঁ ও জয়পুরহাট সীমান্ত এলাকায় গরু ও মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং সব ধরনের চোরাচালানের বিরুদ্ধে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয়দের মাঝে বিজিবির এই অভিযানে সন্তোষ প্রকাশ করা হয়েছে।
অপরাধ
পত্নীতলায় বিজিবির অভিযানে ভারতীয় মাদকসহ চোরাকারবারি আটক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১১:০৬ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৬০ বার
বিজ্ঞাপন

Leave a Reply