শফিকুল ইসলাম শফি, স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী থানার উদ্যোগে ২৮ ডিসেম্বর থানা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ওপেন হাউজ ডে। অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনীতিবিদ ও গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন এবং উন্মুক্ত আলোচনা সভায় স্থানীয় সমস্যাগুলো তুলে ধরেন।
নাগেশ্বরী থানার ওসি আব্দুল্লা হিল জামানের সভাপতিত্বে সভায় অংশগ্রহণকারীরা সুষ্ঠ নির্বাচন, মাদকমুক্ত সমাজ ও অন্যান্য স্থানীয় সমস্যা সমাধানে পুলিশের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে নাগেশ্বরী-ফুলবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার গোলাম মোর্শেদ, ভুরুঙ্গামারী-কচাকাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা, উপজেলা আমির আব্দুল মান্নান, বিশিষ্ট ব্যবসায়ী খায়রুল আলম, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম, পৌর ইসলামী আন্দোলনের আহবায়ক শহিদুল ইসলাম ও উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল কায়ুমসহ অনেকে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানটি স্থানীয় প্রশাসন ও জনগণের মধ্যে সম্পর্ক দৃঢ়করণ এবং স্থানীয় সমস্যা সমাধানে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার উদ্দেশ্যে আয়োজন করা হয়।

Leave a Reply