নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মালিকবিহীন অবস্থায় ৪টি ভারতীয় মহিষ আটক করেছে।
আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোর আনুমানিক সকাল ৬টা ৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ রোকনপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মো. আব্দুস সালাম মন্ডলের নেতৃত্বে একটি বিশেষ টহল দল কান্দরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্তবর্তী এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৪টি ভারতীয় মহিষ আটক করা হয়।
আটককৃত মহিষগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)’র অতিরিক্ত পরিচালক ও ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তানিম হাসান খান, এসপিপি, পিএসসি বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় গরু ও মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, সীমান্তে নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি সর্বদা তৎপর রয়েছে।
অপরাধ
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)’র অভিযানে সীমান্তে মালিকবিহীন ৪টি ভারতীয় মহিষ আটক
প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০৮:০২ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৫৪ বার
বিজ্ঞাপন

Leave a Reply