হোম / আন্তর্জাতিক
আন্তর্জাতিক

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগে ভর্তি কার্যক্রমের প্রস্তুতি পরিদর্শনে ইউজিসির উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি

প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ১১:২৬ অপরাহ্ণ পড়া হয়েছে: ১১৫ বার

নব প্রতিষ্ঠিত নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ২৫-২৬ শিক্ষা বর্ষে হিসাব বিজ্ঞান বিভাগ ও আইন বিভাগে শিক্ষার্থী ভর্তির প্রস্তুতি কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি। কমিটির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের পৌছালে উপাচার্য প্রফেসর ডক্টর হাছানাত আলী তাদের ফুলের শুভেচ্ছা জানান। ইউজিসির সরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত মাননীয় সদস্য প্রফেসর ড. তানজিম উদ্দিন খাঁনের নেতৃত্বে গঠিত এ কমিটিতে আরও ছিলেন ইউজিসির মাননীয় সদস্য প্রফেসর ড. সাইদুর রহমান এবং সরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সম্মানিত পরিচালক মোঃ জামিনুর রহমান। পরে এ উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়ে বিশ্ববিদ্যালয়ের নানা দিক নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় তারা সন্তোষ প্রকাশ করেন। শেষে পরিদর্শন কমিটির সকল সদস্যরা শ্রেণিকক্ষ, একাডেমিক অবকাঠামো, প্রশাসনিক প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনা পর্যালোচনা করেন। পরিদর্শন শেষে ইউজিসির পরিদর্শক দল নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. কুদরত ই জাহান এবং নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করে জানায়, সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ায় খুব শিগগিরই নতুন দুটি বিভাগে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করা সম্ভব হবে। সংশ্লিষ্টদের মতে, এটি নওগাঁ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!