সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামুরহাট সীমান্ত এলাকায় পুকুর খননের সময় মাটির নিচ থেকে দুষ্প্রাপ্য কষ্টিপাথরের একটি মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) মূর্তিটি উদ্ধার করেছে।
২৩ ডিসেম্বর শিমুলতলী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার নলপুকুর বুড়োল দিঘী স্থানে পুকুর খননের কাজ চলাকালে শ্রমিকরা মাটির নিচে পাথরের একটি ভারী মূর্তির উপস্থিতি দেখেন। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে বিজিবিকে জানানো হলে তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম সম্পন্ন করে।
শিমুলতলী বিওপি কমান্ডার সুবেদার মো. তহুরুল ইসলামের নেতৃত্বে বিজিবির বিশেষ টহল দল স্থানীয়দের সহযোগিতায় প্রায় ২৭ কেজি ওজনের মূর্তিটি উদ্ধার করে।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন জানান, বিশেষ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে এটি অত্যন্ত উচ্চমানের কষ্টিপাথরের তৈরি। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অনুমান করছেন, উদ্ধারকৃত এই মূর্তিটির বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকারও বেশি।
সারাদেশ
ধামুরহাটে পুকুর খননে উদ্ধার ১৫ কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৪৮৭ বার
বিষয়
বিজ্ঞাপন

Leave a Reply