হোম / আন্তর্জাতিক
আন্তর্জাতিক

দীপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ ও মানববন্ধন, ভোট বর্জনের হুমকি

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ১৫৫১ বার
দীপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ ও মানববন্ধন, ভোট বর্জনের হুমকি
দীপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ ও মানববন্ধন, ভোট বর্জনের হুমকি

নীলফামারী প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকা উপজেলায় দীপু চন্দ্র দাসকে নৃশংসভাবে
প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এ ঘটনায় দোষীদের দ্রুত বিচার নিশ্চিত না হলে ভোট বর্জনের হুঁশিয়ারি দিয়েছেন আয়োজকরা।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নীলফামারী জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় শ্রী শ্রী শিব মন্দির চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নীলফামারী জেলা শাখার সভাপতি জুয়েল রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা পরিতোষ রায়, সাংগঠনিক সম্পাদক সনজয় সাহা, কোষাধ্যক্ষ পরেশ চন্দ্র রায়, ডিমলা উপজেলা শাখার সভাপতি অমিতাভ রায়, মহিলা বিষয়ক সম্পাদিকা প্রিয়াংকা কর্মকার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফ্রন্ট সদর শাখার আহ্বায়ক হিরম্ব কুমার রায় (হিরু) ও সদস্য সচিব বাসুদেব রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের ওপর ধারাবাহিকভাবে নিপীড়ন ও সহিংসতার ঘটনা ঘটছে। দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ড তারই ভয়াবহ উদাহরণ। এ ধরনের ঘটনার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না হলে সনাতন সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা আরও হুমকির মুখে পড়বে।

তারা আরও বলেন, অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করা না হলে সনাতন সম্প্রদায়ের মানুষ ভোটকেন্দ্রে যাবে না এবং সারাদেশে ভোট বর্জনের কর্মসূচিতে অংশ নেওয়া হবে।

কর্মসূচি চলাকালে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!