হোম / জাতীয়
জাতীয়

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ডুমুরিয়ায় বিএনপির প্রস্তুতি সভা ও মিছিল

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৭:১৩ অপরাহ্ণ পড়া হয়েছে: ৪৯৪ বার

খুলনা প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে খুলনার ডুমুরিয়ায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর ২০২৫) বিকাল ৩টায় ডুমুরিয়া উপজেলা স্বাধীনতা চত্বর ময়দানে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুলনা-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলী আজগর লবী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোল্লা আবুল কাশেমসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সাবেক খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ।
বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন জাতির জন্য একটি ঐতিহাসিক ও আশাব্যঞ্জক অধ্যায়। তিনি শুধু বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বই নন, বরং গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক। ফ্যাসিবাদী দমন-পীড়নের বিরুদ্ধে আপসহীন অবস্থান নিয়ে প্রবাস থেকেই যে নেতৃত্ব তিনি দিয়েছেন, তা দেশবাসী গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

তিনি আরও বলেন, তারেক রহমানের দেশে ফেরা মানে গণতন্ত্রের পথে নতুন প্রত্যাশা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নতুন গতি। তার নেতৃত্বে বিএনপি আরও সুসংগঠিত হবে এবং জনগণকে সঙ্গে নিয়ে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও স্বাধীন বাংলাদেশ গড়ার পথে অগ্রসর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় জানানো হয়, ডুমুরিয়া উপজেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
উল্লেখ্য, ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে বিএনপির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে স্বাধীনতা চত্বর মাঠে সমবেত হন। সংক্ষিপ্ত বক্তব্য শেষে একটি বিশাল মিছিল বের করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।
মিছিলে অংশ নেন খুলনা জেলা বিএনপির সদস্য চেয়ারম্যান মাহাবুবুর রহমান, সরোয়ার হোসেন, শেখ হাফিজুর রহমান, আব্দুল মালেক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ ফহরাদ হোসেন, মশিউর রহমান লিটন, খর্নিয়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোল্লা আবুল কাশেম, বিএনপি নেতা মো. শাহজাহান জমাদারসহ আরও অনেক নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!