মাসান টিভি ডেস্কঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আগাম প্রচারণা নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল ঘোষণার পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে সম্ভাব্য প্রার্থী ও সংশ্লিষ্টদের সব ধরনের আগাম প্রচারসামগ্রী সরিয়ে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল বুধবার (১০ ডিসেম্বর) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন স্থানীয় সরকার বিভাগের সচিবকে এ সংক্রান্ত চিঠি পাঠান। এতে বলা হয়, নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক করতে সম্ভাব্য প্রার্থীদের ব্যবহৃত পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেট, তোরণ, ঘের, প্যান্ডেল, আলোকসজ্জা এবং বিভিন্ন নির্বাচনী ক্যাম্প তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে নিজ দায়িত্বে অপসারণ করতে হবে।
এ লক্ষ্যে সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ে এসব প্রচারসামগ্রী না সরালে নির্বাচন আচরণবিধি অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
ইসির ঘোষণামতে, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। সে অনুযায়ী আগামী ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টার মধ্যেই সব ধরনের আগাম প্রচারসামগ্রী অপসারণ করতে হবে।
এ বিষয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, “আগাম প্রচারসামগ্রী সরাতে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া ছাড়া কমিশনের আর কোনো পথ থাকবে না।”
নির্বাচনকে ঘিরে প্রশাসন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে নির্দেশনা বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে।

Leave a Reply