খুলনা প্রতিনিধিঃ
খুলনার ডুমুরিয়ায় লাশবাহী একটি অ্যাম্বুলেন্সের বেপরোয়া গতির ধাক্কায় কালিপদ মন্ডল (২৫) নামে ভ্যানের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানচালকসহ আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (০২ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কালিপদ মন্ডল গুটুদিয়া গ্রামের মৃত জুড়ারাম মন্ডলের ছেলে।
আহতরা হলেন—ভ্যানচালক সবুজ মন্ডল, সাহিদ গাজী, যাত্রী ইকবাল সরদার, গুটুদিয়া মঠের পুরোহিত মৃত্যুঞ্জয় রায় এবং আয়শা বেগম। স্থানীয়দের বরাতে জানা যায়, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি লাশ নিয়ে সাতক্ষীরার উদ্দেশ্যে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি সড়কের বিপরীত পাশে চলে গিয়ে গুটুদিয়াগামী দুটি যাত্রীবাহী ভ্যানে সজোরে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় গুরুতর আহত কালিপদ মন্ডলের শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হলে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহত অন্যদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে খর্নিয়া হাইওয়ে থানা পুলিশের ওসি নুরুজ্জামান চানু জানান, দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কুড়িগ্রাম
ডুমুরিয়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত, আহত ৫
প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ণ
পড়া হয়েছে: ৪১৬ বার
বিজ্ঞাপন

Leave a Reply