হোম / ঝালকাঠি
ঝালকাঠি

ঝালকাঠি-১ আসনে প্রার্থীতা ফিরে পেলেন গোলাম আজম সৈকত

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ৮৩ বার
ঝালকাঠি-১ আসনে প্রার্থীতা ফিরে পেলেন গোলাম আজম সৈকত
ঝালকাঠি-১ আসনে প্রার্থীতা ফিরে পেলেন গোলাম আজম সৈকত

মোঃ মনির হোসেন ঝালকাঠি :

ঝালকাঠি-১ আসনে নির্বাচন কমিশে করা আপিলে আজ বিকেল ৩ টায় প্রার্থীতা ফিরে পান গোলাম আজম সৈকত । প্রার্থীতা বাছাইয়ের নির্দিষ্ট দিনে ঝালকাঠি জেলা রিটার্নিং কর্মকর্তা স্বতন্ত্র প্রার্থী হিসাবে ১% ভোটরের সর্থনে দেয়া স্বাক্ষরে গড় মিল পাওয়ার তথ্য জানিয়ে স্বতন্ত্র প্রার্থী গোলাম আজম সৈকতের প্রার্থীতা বাতিল করা হয়। জেলা রিটার্নিং কর্মকর্তার প্রার্থীতা বাতিলের আদেশে সংক্ষুব্ধ হয়ে নির্বাচন কমিশনে আপিল করেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২৫ ঝালকাঠি -১ (রাজাপুর- কাঠালিয়া) আসনে বিএনপি মনোনয় প্রত্যাশী সাবেক ছাত্রদল নেতা গোলাম আজম সৈকত দলীয় মনোনয় না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন । আপিলে প্রার্থীতা ফিরে পেয়ে তিনি শুকরিয়া জ্ঞাপন করেন এবং তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ষড়যন্ত্র ভোটারদের সমর্থনের স্বাক্ষরে গড় মিল এর মিথ্যা অভিযোগ করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরো বলেন বিগত দিনে নেতাকর্মীরদের নিয়ে আমি রাজপথে ছিলাম তারা এখনো আমার সাথে আছে। আমি ১০০% আশাবাদী সাধারণ মানুষ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমার মনোনয়ন বৈধ কথা শুনে মানুষের মাঝে আনন্দ উল্লাস বইছে।
আমি ছোট বেলা থেকে রাজনীতি করি সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের ভালোবাসায় আজ এই পর্যন্ত এসে পৌঁছেছি। মহান আল্লাহর রহমতে আমার মনোনয়ন বৈধ হয়েছে। যারা মনোনয়ন অবৈধ করার জন্য মানুষকে ভয়-ভীতি দেখিয়েছিল তাদের আশা পূরণ হয়নি।

ঝালকাঠি-১ আসনে প্রার্থীতা ফিরে পেলেন গোলাম আজম সৈকত
ঝালকাঠি-১ আসনে প্রার্থীতা ফিরে পেলেন গোলাম আজম সৈকত
বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!