হোম / অপরাধ
অপরাধ

গুলির শব্দে থমকে গেল নির্বাচন–পূর্ব রাজনীতি: আশঙ্কায় শরিফ ওসমান হাদি

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০২:৩৪ অপরাহ্ণ পড়া হয়েছে: ২৬০২৮ বার
গুলির শব্দে থমকে গেল নির্বাচন–পূর্ব রাজনীতি: আশঙ্কায় শরিফ ওসমান হাদি

ঢাকা:
নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই গুলির শব্দে রক্তাক্ত হলো রাজধানীর রাজপথ। ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি এখন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে। চিকিৎসকেরা জানিয়েছেন, ৪৮ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত তাঁর শারীরিক অবস্থা নিয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।

শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ হয়ে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় হাদিকে। মাথায় গুলি লাগায় তাঁর অবস্থা দ্রুত সংকটাপন্ন হয়ে ওঠে। জরুরি অস্ত্রোপচারের পর রাতে তাঁকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

শনিবার সকাল থেকে হাসপাতালের সামনে ভিড় করেন ইনকিলাব মঞ্চ ও বিভিন্ন প্ল্যাটফর্মের নেতা–কর্মীরা। উদ্বেগ, ক্ষোভ আর প্রতীক্ষায় সময় কাটছে তাঁদের। ইনকিলাব মঞ্চের নেতারা দেশবাসীর কাছে হাদির সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি উঠেছে নানা মহল থেকে। নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই একজন সম্ভাব্য প্রার্থীর ওপর এমন হামলা দেশের আইনশৃঙ্খলা ও রাজনৈতিক নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

গুলির শব্দে থমকে গেল নির্বাচন–পূর্ব রাজনীতি: আশঙ্কায় শরিফ ওসমান হাদি
বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!