গাজীপুর প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার ঘোষণা থাকায় সারা দেশের মতো গাজীপুর-৫ (কালীগঞ্জ–পূবাইল–বাড়িয়া) আসনেও প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে তৎপরতা লক্ষ্য করা গেছে।
মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সোমবার (২৯ ডিসেম্বর) গাজীপুর-৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ৭ জন প্রার্থী কালীগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এবং ১ জন প্রার্থী গাজীপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এ আসনে এর আগে বিভিন্ন দল থেকে মোট ৯ জন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেছিলেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের কার্যালয় সূত্রে জানা যায়, দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী একেএম ফজলুল হক মিলন তাঁর মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান আলম, আশরাফী হাবিবুল্লাহ, মো. খায়রুল আহসান মিন্টু এবং কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র লুৎফর রহমান উপস্থিত ছিলেন।
এরপর ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত চেয়ার প্রতীকের প্রার্থী মোঃ আল আমিন দেওয়ান মনোনয়নপত্র জমা দেন। এ সময় দলটির কেন্দ্রীয় সদস্য মো. আলী হোসেন ভূঁইয়া, উপজেলা সাধারণ সম্পাদক মো. মেজবাহ উদ্দিন ও আলহাজ্ব দেওয়ান সফিউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
এছাড়া গণফোরাম মনোনীত মোঃ কাজল ভুঁইয়া (উদীয়মান সূর্য), জনতার দল মনোনীত আজম খান (কলম), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত গাজী আতাউর রহমান (হাতপাখা), বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রুহুল আমিন (রিকশা) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মোঃ খায়রুল হাসান (দাঁড়িপাল্লা) নিজ নিজ দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দেন।
বিকেলে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী ডাঃ শফিউদ্দিন সরকার গাজীপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তাঁর মনোনয়নপত্র দাখিল করেন।
অপরদিকে, গণফোরামের আরেক মনোনয়ন প্রত্যাশী মোঃ সোহেল মিয়া (উদীয়মান সূর্য) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেননি বলে নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে।
এ নিয়ে গাজীপুর-৫ আসনে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
গাজীপুর
গাজীপুর-৫ আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, উত্তোলন করেছিলেন ৯ জন
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১১:৪০ অপরাহ্ণ
পড়া হয়েছে: ২৩২৬৬ বার
বিজ্ঞাপন

Leave a Reply