খুলনা প্রতিনিধি:
খুলনার সংসদ সদস্য প্রার্থীদের সঙ্গে নাগরিকদের প্রত্যাশা ও উন্নয়ন ভাবনা তুলে ধরতে আগামী ১৭ জানুয়ারি শনিবার নাগরিক সংলাপ আয়োজন করছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: খুলনাবাসীর প্রত্যাশা” শীর্ষক এ সংলাপটি খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে।
নাগরিক সংলাপ সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় যশোর রোডের কাইফেং রেস্টুরেন্টে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ আশরাফ উজ জামান। অনুষ্ঠানটি পরিচালনা করেন মহাসচিব অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান হাফিজ।
প্রস্তুতি সভায় বক্তারা বলেন, খুলনার সার্বিক উন্নয়ন, নাগরিক সমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনা সরাসরি সংসদ সদস্য প্রার্থীদের কাছে তুলে ধরার জন্য এই নাগরিক সংলাপ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এতে অংশগ্রহণের মাধ্যমে খুলনাবাসীর বাস্তব প্রত্যাশা ও দাবিদাওয়া স্পষ্টভাবে উপস্থাপন করা সম্ভব হবে। তারা খুলনার সকল শ্রেণি ও পেশার মানুষকে নাগরিক সংলাপে অংশ নিয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানান।
সভায় নাগরিক সংলাপ বাস্তবায়নে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে একাধিক উপ-কমিটি গঠনসহ প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উন্নয়ন কমিটির সিনিয়র সহসভাপতি মো. নিজামউর রহমান লালু, সহসভাপতি সাংবাদিক অধ্যাপক মো. আবুল বাসার, অধ্যক্ষ রেহানা আক্তার, মিজানুর রহমান বাবু, মো. খলিলুর রহমান, মামনুরা জাকির খুকুমনি, যুগ্ম মহাসচিব মো. মনিরুজ্জামান রহিম ও মনিরুল ইসলাম (মাস্টার)।
এছাড়া আরও বক্তব্য দেন শিক্ষা সম্পাদক বিশ্বাস জাফর আহমেদ, দপ্তর সম্পাদক রকিব উদ্দিন ফারাজী, সমাজকল্যাণ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মো. শফিকুর রহমান, মৎস্য বিষয়ক সম্পাদক এস এম মুর্শিদুর রহমান লিটন এবং নির্বাহী সদস্য অ্যাডভোকেট শেখ আবুল কাসেম, মোরশেদ উদ্দিন ও আবু আল মিরাজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
কুড়িগ্রাম
খুলনায় সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে নাগরিক সংলাপ ১৭ জানুয়ারি
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০৯:২৩ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৯ বার
বিজ্ঞাপন

Leave a Reply