খুলনা প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৩ সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে তিনজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একই সঙ্গে ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কর্তৃপক্ষ।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে নগরীর নূরনগরে অবস্থিত খুলনা আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ফয়সল কাদের এ সিদ্ধান্তের কথা জানান।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত খুলনা-৩ আসনে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। বুধবার সকাল ১১টা থেকে আনুষ্ঠানিকভাবে যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়। প্রয়োজনীয় কাগজপত্র ও শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
বাতিল হওয়া প্রার্থীরা হলেন—স্বতন্ত্র প্রার্থী এস এম আরিফুর রহমান মিঠু, মো. আবুল হাসনাত সিদ্দিক এবং আব্দুর রউফ মোল্ল্যা।
অন্যদিকে যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ হয়ে যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন—ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. আব্দুল আউয়াল, বিএনপির রকিবুল ইসলাম, জামায়াতে ইসলামীর মোহাম্মদ মাহফুজুর রহমান, বাসদের জনার্দন দত্ত, এনডিএমের শেখ আরমান হোসেন, জাতীয় পার্টির মো. আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ খেলাফত মজলিসের এফ এম হারুন অর রশীদ এবং স্বতন্ত্র প্রার্থী মো. মুরাদ খান লিটন ও মঈন মোহাম্মদ মায়াজ।
নির্বাচন কমিশন সূত্র জানায়, ঘোষিত সময়সূচি অনুযায়ী পরবর্তী ধাপগুলো যথাসময়ে সম্পন্ন করা হবে।
জাতীয়
খুলনা-৩ আসনে মনোনয়ন যাচাই-বাছাই: তিন স্বতন্ত্র প্রার্থীর আবেদন বাতিল, বৈধ ৯
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৬:০২ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৮৬ বার
বিজ্ঞাপন

Leave a Reply