হোম / শিক্ষা
শিক্ষা

ইবিতে মুট কোর্ট সোসাইটির পূর্ণাঙ্গ কমিটি গঠন ও সনদ বিতরণ

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:০৩ অপরাহ্ণ পড়া হয়েছে: ২০৩৬ বার


ইবি প্রতিনিধিঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগভুক্ত ইসলামিক ইউনিভার্সিটি মুট কোর্ট সোসাইটি (আইইউএমসিএস)–এর ২০২৫-২০২৬ মেয়াদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের মোশারফ হোসেন ভবনের ৩১৬ নম্বর কক্ষে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। ২০২৩ সালের একাডেমিক কাউন্সিলের ২০২তম সভায় অনুমোদিত সোসাইটির কনস্টিটিউশন অ্যান্ড বাইলজের ৭ নম্বর আর্টিকেল অনুসারে এই কমিটি অনুমোদন লাভ করে।
অনুষ্ঠানে প্রধান সোসাইটি মডারেটর ও আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হালিমা খাতুন, নির্বাহী সোসাইটি মডারেটর অধ্যাপক ড. রেহেনা পারভীনসহ আইন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও নবগঠিত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন রাইহান বিশ্বাস (সেশন ২০১৯-২০)। সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন তালুকদার এম. সোলাইমান (সেশন ২০১৯-২০) এবং ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মদ ইমাম হোসেন (সেশন ২০১৯-২০)। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন উম্মায় আশরাতুন তাজরীন (সেশন ২০১৯-২০)।
যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তন্ময় ঘোষ (সেশন ২০১৯-২০) ও মোয়াবেজ রহমান জিম (সেশন ২০২০-২১)। সংগঠন সম্পাদক শাওয়ানা শামিম (সেশন ২০২০-২১) এবং সহকারী সংগঠন সম্পাদক নাজমুল করিম আরনব (সেশন ২০২১-২২)। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন ফজলে রাব্বি রিমন (সেশন ২০২০-২১) এবং সহকারী কোষাধ্যক্ষ হয়েছেন হুমায়রা আসিমা (সেশন ২০২২-২৩)।
এছাড়া অফিস সম্পাদক তাহসিনা রাইসা (সেশন ২০২০-২১) ও সহকারী অফিস সম্পাদক মুসফিকা বাতেন (সেশন ২০২২-২৩) দায়িত্ব পেয়েছেন। গবেষণা ও একাডেমিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আল জিহাদ জনি ও মো. আব্দুল্লাহ আল আসাদ (উভয় সেশন ২০২১-২২)। সহকারী গবেষণা ও একাডেমিক সম্পাদক হয়েছেন শাদমান শৌমিক এনান ও সোহানুর রহমান (উভয় সেশন ২০২২-২৩)।
মিডিয়া ও পাবলিক রিলেশন সম্পাদক নির্বাচিত হয়েছেন শাদমান খান নাহি (সেশন ২০২০-২১) এবং সহকারী মিডিয়া ও পাবলিক রিলেশন সম্পাদক ফারহান ইশরাক (সেশন ২০২২-২৩)। তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মহিউল ইসলাম (সেশন ২০২০-২১) এবং সহকারী তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হয়েছেন আকাশ সিকদার (সেশন ২০২১-২২)। ইভেন্ট বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন সোলাইমান হোসাইন (সেশন ২০২১-২২) ও জান্নাতুল করিম শুচি (সেশন ২০২২-২৩)। বহিরাঙ্গন বিষয়ক সম্পাদক রিয়াদ হাসান রাব্বি (সেশন ২০২১-২২) এবং সহকারী বহিরাঙ্গন বিষয়ক সম্পাদক আরেফিন সাব্বির (সেশন ২০২২-২৩)।
অনুষ্ঠান শেষে সোসাইটি কর্তৃক আয়োজিত আন্তঃসেশন মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, রানার্সআপ, অংশগ্রহণকারী ও স্বেচ্ছাসেবকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!