ডেস্ক রিপোর্টঃ
অন্যায়কারীদের বিরুদ্ধে কঠোর ও নিরপেক্ষভাবে আইন প্রয়োগের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, “ছবিতে দেখলাম কয়েকজনকে নিয়ে যাওয়া হচ্ছে, তারা মুখ ঢেকে ঢেকে যাচ্ছে। এগুলো কাউকে বলতে হয় না। যারা অন্যায় করছে, তাদের ধরুন।”
পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে রিজভী বলেন, “পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করুক। আমরা বারবার বলার পরও চাঁদাবাজদের ধরা হয়নি, দখলদারদের ধরা হয়নি। কেমন যেন একটা ঢিলেঢালা ভাব দেখা যাচ্ছে। কেন এমন হচ্ছে—এ বিষয়ে দল থেকে বারবার বলা হয়েছে।”
তিনি আরও বলেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ যদি অন্যায় বা অপকর্মে জড়ায়, সে ক্ষেত্রে দলের অবস্থান স্পষ্ট। “বিএনপির নামে কেউ অন্যায় করলে, আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানানোর আগেই পুলিশ যদি জানতে পারে, তাহলে ব্যবস্থা নিন। এতে কেউ আপনাদের বাধা দেবে না। তবে নিরীহ মানুষ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয়, সেটি নিশ্চিত করতে হবে,” বলেন তিনি।
পুলিশের বিরুদ্ধে নিরীহ মানুষকে ফাঁসানোর অভিযোগও তুলে ধরেন রিজভী। তিনি বলেন, “অনেক সময় দেখা যায়, নানা স্বার্থে ভালো মানুষদের ফাঁসানো হয়। এমন কাজ করবেন না। কিন্তু কেউ যদি দোকানে গিয়ে চাঁদার জন্য হুমকি দেয়, তাহলে তাকে অবশ্যই ধরতে হবে।”
নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমি নিজে দেখেছি, রাজধানীতে বিএনপির নাম ব্যবহার করে ফলের দোকানে চাঁদা চাওয়া হচ্ছিল। আমি বলেছিলাম, কেউ এলে আমাকে জানাবেন। এরপর আর কেউ আসেনি।”
রিজভী আরও বলেন, পুলিশ প্রশাসন যদি দোকানদারদের আশ্বস্ত করে বলে—কোনো চাঁদাবাজ এলেই সঙ্গে সঙ্গে খবর দিতে, তাহলে অপরাধ দমন সহজ হবে। “চাঁদাবাজের রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, তাকে ধরতে হবে। প্রশাসন যত গতিশীল হবে, মানুষ তত স্বস্তিতে থাকবে। আর মানুষ যত নিরাপদে থাকবে, সরকার তত শক্তিশালী হবে,” বলেন তিনি।
অপরাধ
অন্যায়কারীদের ধরুন, মুখ ঢেকে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই: পুলিশকে রিজভীর আহ্বান
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০৪:০৬ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৬ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’—কোনো পক্ষে অবস্থান নিতে পারবেন না সরকারি কর্মকর্তা-কর্মচারীরা: ইসিমন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠানোর সিদ্ধান্ত
3 hours আগে
ব্রহ্মপুত্র নদের তীর রক্ষা বাঁধের ব্লক তুলে রাস্তা নির্মাণের অভিযোগ, বর্ষার আগেই ধসের আশঙ্কা, আতঙ্কে এলাকাবাসী
3 hours আগে

Leave a Reply