আলোকঝারিতে তামারহাট-গোলকগঞ্জ-আগমনীর সাংবাদিকদের মতবিনিময় ও বনভোজন অনুষ্ঠিত
ধুবরি প্রতিনিধি :আসামের ধুবরি জেলার আলোকঝারি এলাকায় তামারহাট, গোলকগঞ্জ ও আগমনীর কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা ও বনভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ধুবরি সিন্দুরাই জেলা পরিষদের সম্মানিত সদস্য জসীমউদ্দিনের উদ্যোগ ও আয়োজনে এ বনভোজন পার্টির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন এলাকার সাংবাদিকরা একত্রিত হয়ে পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত অভিজ্ঞতা ও স্থানীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময় করেন। […]
