মহাকালের মহাযাত্রা ও মানবতার প্রশ্ন প্রযুক্তি কি আমাদের নৈতিক পথচ্যুত করছে?
মনজুরুল ইসলাম বিশ্বের সব ধর্ম ও দর্শনের একটি অভিন্ন বাণী আছে—মানুষের প্রকৃত শক্তি তার প্রযুক্তিতে নয়, তার নৈতিকতায়। অথচ আজকের সভ্যতা সেই নৈতিক ভিত্তিকে ক্রমেই উপেক্ষা করে প্রযুক্তিকে সর্বশক্তিমান করে তুলছে। ফলে প্রশ্ন উঠছে—মহাকালের এই মহাযাত্রা কি মানবতার উন্নতির পথে, না আত্মবিনাশের দিকে? সব ধর্মেই জ্ঞানকে পবিত্র বলে গণ্য করা হয়েছে। হিন্দুধর্মে জ্ঞানকে মুক্তির পথ […]
