সিগারেট
কবি শাম্মী তুলতুল সিগারেটের চেয়েও ঝাঁজালোতোমার বুকের ঘ্রাণতাইত আমি স্তব্ধ হয়ে যাইবারে বার। ডিজেলের চাইতেও উষ্ণতাতোমার ঠোঁটের স্বাদআমি তৃষ্ণা নিবারণ করিতাই প্রতিবার। কেরোসিনের চাইতেও উত্তপ্ততোমার শরীরতাইত আমি মিলনে হইপুড়ে ছারখার।ভালবেসে বরণ করে নাও আমায়দিয়ে দাও প্রতি দিন প্রতি রাত।
