ইতিহাসের ধ্বনি আর ভক্তির জোয়ারে মুখর গোসাইবাড়ি প্রাচীন শিবমন্দির
শফিকুল ইসলাম শফি,স্টাফ রিপোর্টার,মাসান টিভি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের শ্রীপুর—নীরব গ্রামীণ জনপদের মাঝেই দাঁড়িয়ে আছে আড়াইশ বছরের ইতিহাসবাহী গোসাইবাড়ি প্রাচীন শিবমন্দির। সময়ের স্রোতে বহু উত্থান-পতন দেখেছে এই মন্দির, তবুও আজও এটি অটুট বিশ্বাস, আধ্যাত্মিকতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন। মন্দির প্রাঙ্গণে পা রাখলেই যেন ফিরে যাওয়া যায় দুই শতাব্দীরও বেশি আগের বাংলায়। […]
