বিশ্বাস ও আন্তরিকতায় গাঁথা এক সাহিত্যিক দিন কলেজ স্ট্রিটে কবিতার তাঁতঘর সাহিত্য পরিবারের চতুর্থ বার্ষিক আয়োজন
কলকাতা মাহিত্য প্রতিনিধি ঘটনা ও ঘনঘটায় জীবনের অনেক কিছু বদলে যায়। বদলায় সময়, বদলায় প্রেক্ষাপট, বদলায় মানুষও। কিন্তু যে বিষয়গুলো অটল থাকে, তা হলো বিশ্বাস ও আন্তরিকতা। ঠিক সেই বিশ্বাস আর আন্তরিকতার শক্তিতেই স্মরণীয় হয়ে থাকলো ১৮ জানুয়ারি ২০২৬—কলেজ স্ট্রিট সংলগ্ন মহাবতী সোসাইটি হলে অনুষ্ঠিত কবিতার তাঁতঘর সাহিত্য পরিবারের চতুর্থ বার্ষিক অনুষ্ঠান। কলেজ স্ট্রিটের ঐতিহ্যবাহী […]
