জনদূর্ভোগই কি আন্দোলনের নাম?
-এম এ হক বাংলাদেশ কি আদৌ আন্দোলনের দেশ—নাকি আমরা আন্দোলনের নামে ক্রমেই জনজীবনকে জিম্মি করার সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে পড়ছি? সাম্প্রতিক সময়ে তুচ্ছ ও টুনকো বিষয়কে কেন্দ্র করে শিক্ষার্থীদের রাজপথে নেমে পড়া, যান চলাচল বন্ধ করা, নাগরিক ভোগান্তি বাড়ানো—এসব প্রশ্ন নতুন করে সামনে এনেছে।আন্দোলন একটি গণতান্ত্রিক অধিকার—এতে কোনো দ্বিমত নেই। ইতিহাস সাক্ষ্য দেয়, ন্যায্য অধিকার আদায়ে […]
