সলঙ্গায় সরিষা ফুলের মধু আহরণে ব্যস্ত খামারিরা, ভালো ফলনের আশায় চাষি ও মৌচাষীরা
সিরাজগঞ্জ প্রতিনিধিঃসিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা অঞ্চলে সরিষা ফুলের মধু আহরণে ব্যস্ত সময় পার করছেন মৌ খামারিরা। উধুনিয়া, বড়পাঙ্গাসী, বাঙালা, হাটিকুমরুল, সলঙ্গা ও রামকৃষ্ণপুরসহ বিস্তীর্ণ সরিষা ক্ষেত এখন মৌমাছির গুঞ্জনে মুখর। ফুলে ফুলে ঘুরে মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছি আর সেই মধু আহরণে দিন-রাত পরিশ্রম করছেন খামারিরা।সরিষা ক্ষেতের পাশে সারি সারি কাঠের বাক্সে সাজানো মৌচাক থেকে সকাল-বিকাল […]
