হোম / জাতীয়
জাতীয়

ঢাকা-৮ এ স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা নির্বাচনী নাশকতার অংশ: বিএনপি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ণ পড়া হয়েছে: ২২২৯০ বার


ডেস্ক নিউজঃ
আজ শুক্রবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এক বিবৃতিতে জানিয়েছে, ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদীর ওপর সশস্ত্র হামলা একটি সুদূরপ্রসারী অশুভ পরিকল্পনার অংশ। দলটি দাবি করে, এই আক্রমণ নির্বাচনী পরিবেশ নষ্ট করে সন্ত্রাসী কার্যক্রম ছড়িয়ে দেওয়ার নীলনকশা।

বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, দেশের একটি চক্র পরিকল্পিতভাবে সন্ত্রাসের মাধ্যমে সমাজে ভয় ও আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে, যাতে ঘোলা পানিতে মাছ শিকারের সুযোগ পাওয়া যায়। তিনি জানান, হীন রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে একটি গোষ্ঠী নৈরাজ্য সৃষ্টিতে তৎপর হয়ে উঠেছে।

রিজভী আহমেদ আরও বলেন, ২০২৪ সালের জুলাই–আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে গণতন্ত্রের যাত্রাকে বাধাগ্রস্ত করতেই একটি কুচক্রী মহল দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিতে চাইছে। ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়াকে তিনি সেই নাশকতামূলক তৎপরতার নির্মম উদাহরণ বলে উল্লেখ করেন।

তিনি বলেন, গণতন্ত্রের পথ রুদ্ধ এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতেই এসব হামলা চালানো হচ্ছে। তাই নাশকতাকারীদের কঠোরভাবে দমন করা ছাড়া বিকল্প নেই।

বিবৃতিতে রিজভী আহমেদ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্র রক্ষা, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা ও জানমাল সুরক্ষায় দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নইলে সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে দেশের অস্তিত্ব বিপন্ন করার অপচেষ্টা চালাবে।

বিএনপি হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় এবং গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদীর দ্রুত সুস্থতা কামনা করে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!