হোম / জাতীয়
জাতীয়

ইসলামের পক্ষে একটা বাক্স নিয়ে আপনাদের কাছে ছুটে এসেছি—– চরমোনাই পীর 

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ৫৫ বার
ইসলামের পক্ষে একটা বাক্স নিয়ে আপনাদের কাছে ছুটে এসেছি----- চরমোনাই পীর 
ইসলামের পক্ষে একটা বাক্স নিয়ে আপনাদের কাছে ছুটে এসেছি----- চরমোনাই পীর 

প্রতিনিধি, লালমনিরহাট। 

নির্বাচনে জামায়াতের যে জোট রয়েছে তারা পরিস্কার বলে দিয়েছে তারা ইসলাম প্রতিষ্ঠিত করবে না, অন্যদিকে বিএনপির যে জোট রয়েছে তারাও ইসলাম প্রতিষ্ঠিত করবে না। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ যে ঘোষণা করেছিলাম, ইসলামের পক্ষে একটা বাক্স, সেই একটা বাক্স নিয়েই আপনাদের কাছে আমি ছুটে এসেছি বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

তিনি বলেন, ইসলামের পক্ষের বাক্স হাতপাখা প্রতীকের বাক্স। তাই ইসলামী আর্দশে, নীতি ও শরিয়াহ আইন অনুযায়ী দেশ পরিচালনার জন্য হাতপাখা প্রতীকে ভোট দিন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) দুপুরে হাতীবান্ধা বিএম কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী জনসভার তিনি এসব কথা বলেন। 

চরমোনাই পীর বলেন, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান পরিস্কার বলেছে যে তারা ইসলামের নীতি আর্দশে দেশ চালাবে না। 

তিনি আরও বলেন, জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ তাহের আমেরিকা দূতাবাসে বসে বাংলাদেশে জঙ্গি আছে এটা প্রমান করার জন্য ইসলামী আন্দোলনকে জঙ্গি হিসাবে উপস্থাপন করেছে। আপনারা বাংলাদেশের ইতিহাসে দেখেছেন, আওয়ামী লীগ-বিএনপি কেউ কোন দিন বাংলাদেশে জঙ্গি আছে এটা শিকার করে নাই। কিন্তু জামায়াতের নায়েবে আমির আমেরিকার কাছে বলে আসে ইসলামী আন্দোলন জঙ্গি বাদী। আমারা ধিক্কার জানাই। ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা হওয়ার প্রায় ৩৮বছর হলো আপনারা কেউ দেখেছেন ইসলামী আন্দোলন জঙ্গি বাদী।  

এসময় উপস্থিত ছিলেন, লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসেনের ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখার প্রার্থী ফজলুল করিম শাহরিয়ারসহ স্থানীয় নেতৃবৃন্দ। 

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!