ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও–২ আসনে নির্বাচনে প্রার্থী হওয়ার প্রায় এক বছর আগের শুভেচ্ছা পোস্টার সাঁটানোর অভিযোগে গণঅধিকার পরিষদের দলীয় মুখপাত্র ও ওই আসনের প্রার্থী ফারুক হাসানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও–২ আসনের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান আলী কাশিপুর ইউনিয়নের মহারাজা বাজার এলাকায় টহল দেন। এ সময় বাজারসংলগ্ন স্থানে কয়েকটি রঙিন পোস্টার চোখে পড়লে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফারুক হাসানের বিরুদ্ধে এ জরিমানা আদায় করা হয়।
জরিমানার বিষয়ে ফারুক হাসান বলেন, “মাত্র দুই-একটি রঙিন পোস্টার দেখিয়ে আমাকে জরিমানা করা হয়েছে। অথচ এগুলো কোনো ভোট চাওয়ার পোস্টার নয়; প্রায় এক বছর আগে লাগানো শুভেচ্ছা পোস্টার।”
তিনি আরও অভিযোগ করেন, “ঠাকুরগাঁও–২ আসনের বিভিন্ন এলাকায় বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীদের রঙিন পোস্টার এখনো টানানো রয়েছে। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমার ক্ষেত্রে প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করেছে।”
ঘটনাটি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের ভূমিকা নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।
অপরাধ
ঠাকুরগাঁও–২ আসনে শুভেচ্ছা পোস্টার সাঁটানোর অভিযোগে গণঅধিকার পরিষদের মুখপাত্রকে জরিমানা
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ণ
পড়া হয়েছে: ৩৮ বার
ঠাকুরগাঁও–২ আসনে শুভেচ্ছা পোস্টার সাঁটানোর অভিযোগে গণঅধিকার পরিষদের মুখপাত্রকে জরিমানা
বিজ্ঞাপন

Leave a Reply