হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

নাগেশ্বরীতে শীতার্তদের মাঝে নাগরিক সামাজিক উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ণ পড়া হয়েছে: ২৬ বার


শফিকুল ইসলাম শফি, স্টাফ রিপোর্টার: নাগেশ্বরীতে শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে নাগরিক সামাজিক উন্নয়ন সংস্থা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৩টায় পৌরসভার সুখাতী বহুমুখী উচ্চ বিদ্যা নিকেতনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাগেশ্বরী সরকারী কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আনোয়ার হোসেন মন্ডল।
অনুষ্ঠানে অন্যান্য অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম, সোনালী ব্যাংক ব্যাবস্থাপক এরশাদুল হক, প্রভাষক আসাদুজ্জামান, প্রভাষক আমিনুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজাহান আলী, সংগঠনটির সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালক কীর্ত্তিকা চরন সেন। এছাড়া সংবাদকর্মী শফিকুল ইসলাম শফি, নুর উয জামান, হাফিজুর রহমান, লতিফুর রহমান লিঙ্কন প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্যোগটি শীতার্ত মানুষের মধ্যে মানবিক সহমর্মিতা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!