হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

নিরাপদ কর্মপরিবেশের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অফিসার সমিতির মানববন্ধন

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ণ পড়া হয়েছে: ১৭ বার


রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মকর্তা-কর্মচারীদের জন্য নিরাপদ ও নির্বিঘ্ন কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি। বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি বিশেষ গোষ্ঠী পরিকল্পিতভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ শিক্ষা ও প্রশাসনিক পরিবেশকে অস্থির করে তুলতে নানা ধরনের অপতৎপরতায় লিপ্ত রয়েছে। তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের নিয়মিত প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে বাধা সৃষ্টি করা হচ্ছে এবং দায়িত্ব পালনরত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি ও হামলার শিকার হতে হচ্ছে।
বক্তারা আরও জানান, অফিস চলাকালীন সময়ের পাশাপাশি অফিস শেষে বাড়ি ফেরার পথেও কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শন, মানসিক চাপ সৃষ্টি এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনাও ঘটছে। এতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা ও উদ্বেগ তৈরি হয়েছে, যা তাদের স্বাভাবিক কর্মদক্ষতাকে মারাত্মকভাবে ব্যাহত করছে।
মানববন্ধনে বলা হয়, সংঘবদ্ধভাবে মব সৃষ্টি করে কর্মকর্তা-কর্মচারীদের হুমকি দেওয়া ও আক্রমণের মাধ্যমে কর্মস্থলের পরিবেশকে অনিরাপদ করে তোলা হচ্ছে। এর ফলে শুধু ব্যক্তিগত নিরাপত্তাই নয়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক শৃঙ্খলা, শিক্ষা কার্যক্রম এবং সামগ্রিক ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বক্তারা অভিযোগ করে বলেন, এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি বারবার জানানো হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। প্রশাসনের এ ধরনের নিষ্ক্রিয়তায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে তারা মন্তব্য করেন এবং এর তীব্র নিন্দা জানান।
মানববন্ধন থেকে দ্রুত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, ক্যাম্পাসজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।
উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি ২০২৬ তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় বর্তমান পরিস্থিতির প্রতিবাদ জানিয়ে ধারাবাহিক কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। মানববন্ধন কর্মসূচি ছিল সেই সিদ্ধান্তেরই অংশ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, কোষাধ্যক্ষ আল-আমিন বিদ্যুৎ, প্রচার সম্পাদক আব্দুল মানিক, সদস্য রোকসানা বেগম টুকটুকিসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীরা।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!