ঢাকা প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে পৃথক বৈঠক করেছেন অস্ট্রেলিয়া, জার্মানি ও পাকিস্তানের কুটনৈতিক প্রতিনিধি দল। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে গুলশানের চেয়ারপার্সন কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে বিএনপির পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এ তথ্য জানান।
হুমায়ুন কবির বলেন, বৈঠকে ভবিষ্যতের আন্তর্জাতিক সম্পর্ক, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও পরিকল্পনা, পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের দিক নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া কূটনীতিকরা আশা প্রকাশ করেন, দীর্ঘদিন পর হতে যাওয়া আগামী নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে।
বৈঠকের সময়সূচি অনুযায়ী, বিকেল সাড়ে চারটায় পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। সন্ধ্যা ৬টায় সাক্ষাৎ করেন জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটজ, এবং রাত ৭টায় অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইল তারেক রহমানের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এই বৈঠকগুলোতে রাজনৈতিক ও কূটনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে এবং ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক ও নির্বাচনী পরিবেশকে আরও স্বচ্ছ ও স্থিতিশীল করার বিষয়েও মনোযোগ দেওয়া হয়েছে।
কুড়িগ্রাম
তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়া, জার্মানি ও পাকিস্তানের কুটনৈতিকরা
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০১:৫৮ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৪৯ বার
বিষয়
বিজ্ঞাপন

Leave a Reply