নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর রায়পুরা উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ কম্বিং অভিযানে দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, গোলাবারুদ ও অপরাধমূলক কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে রায়পুরা থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রায়পুরা আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবু বকর সিদ্দিক। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নরসিংদী পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল-ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা এবং সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে বুধবার (৭ জানুয়ারি) সকালে রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের নওয়াব পাড়া এলাকায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেফতার হন শীর্ষ সন্ত্রাসী শুটার ইকবাল ওরফে আকবর (৩৫) এবং তোতা মিয়ার ছেলে মো. জালাল উদ্দিন (৫৫)।
অভিযানে উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামের মধ্যে রয়েছে— ২টি একনলা বন্দুক, ১টি দেশীয় ওয়ান শুটার গান, ১টি রামদা, ২টি ডেগার, ৪টি ছুরি, ২টি চাপাতি, ৮টি কার্তুজ, ৭.৬২ মিমি চায়না রাইফেলের ৫০ রাউন্ড গুলি, ৩টি দেশীয় বোমা, ১১টি পটকা, ১টি ব্লেডযুক্ত ছ্যাকু, ২টি বন্দুকের কভার, ১৫টি বাটন মোবাইল, ৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১টি ক্যাপলেস ম্যানিব্যাগ এবং ১টি জাতীয় পরিচয়পত্র।
সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল মো. আবু বকর সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ওই এলাকায় অস্ত্র ও গোলাবারুদসহ সন্ত্রাসীরা অবস্থান করছে। পরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে দুইজনকে আটক করে এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর রায়পুরার চরাঞ্চল নিলক্ষার দড়িগাঁও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক প্রবাসী যুবক নিহত হন এবং আরও দুজন আহত হন। ওই ঘটনার পর ১০ ডিসেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী রায়পুরার চরাঞ্চলে সংঘাত বন্ধে কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা দেন। তারই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালিত হলো।
অপরাধ
রায়পুরায় যৌথ বাহিনীর কম্বিং অভিযান: বিপুল অস্ত্রসহ দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ১০:১১ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৫০৫ বার
বিজ্ঞাপন

Leave a Reply