হোম / জাতীয়
জাতীয়

এনটিআরসিএর ৬৭ হাজার ২০৮ পদে সপ্তম শিক্ষক নিয়োগের পূর্ণাঙ্গ নির্দেশিকা প্রকাশ

প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ১০:০২ অপরাহ্ণ পড়া হয়েছে: ৩৮৬ বার


নিজস্ব প্রতিবেদকঃ
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) মঙ্গলবার ৬৭,২০৮টি পদে সপ্তম শিক্ষক নিয়োগের পূর্ণাঙ্গ নির্দেশিকা প্রকাশ করেছে। এ নির্দেশিকায় আবেদনকারীর যোগ্যতা, আবেদন ফি, শূন্যপদ এবং নিয়োগের অন্যান্য শর্তাবলী বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।
নিয়োগের জন্য আবেদন শুরু হবে ১০ জানুয়ারি এবং চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। তবে, যারা অ্যাপ্লিকেশন আইডি পাওয়া সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে ফি জমা দিতে পারবেন না, তাদের জন্য ১৮ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত এসএমএসের মাধ্যমে ফি জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
নির্দেশিকায় বলা হয়েছে, পদভিত্তিক শূন্যপদের তালিকা, আবেদন ফরম এবং নিয়োগের অন্যান্য শর্তাবলী পাওয়া যাবে এনটিআরসিএর ওয়েবসাইট www.ntrca.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট http://ngi.teletalk.com.bd-এ।
আবেদনকারীর যোগ্যতা সম্পর্কে নির্দেশিকায় বলা হয়েছে, প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয় ও পদ অনুযায়ী নিবন্ধন সনদধারী হতে হবে এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন থাকতে হবে। পূর্ণ শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত তথ্য এনটিআরসিএর ওয়েবসাইটের ‘৭ম নিয়োগ বিজ্ঞপ্তি (বিশেষ)’ সেবা বক্সে পাওয়া যাবে।
এই নিয়োগ কার্যক্রম থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্য ও নিবন্ধিত শিক্ষকদের নিয়োগে নতুন সুযোগ সৃষ্টি হবে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!