লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাট সীমান্ত এলাকায় ধরলা নদীর তীরঘেঁষা এলাকায় রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়াকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। বিজিবির আপত্তির মুখে শেষ পর্যন্ত কাজ বন্ধ রাখতে বাধ্য হয় বিএসএফ।
সোমবার (০৫ জানুয়ারি ২০২৫) বিকেল সাড়ে ৫টার দিকে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বাধীন মোগলহাট বিওপির বিপরীতে ভারতের কুচবিহার জেলার কুমারটারী এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি সূত্রে জানা যায়, ভারতের ৩ বিএসএফ ব্যাটালিয়নের গিতালদহ ক্যাম্পের সদস্যরা সীমান্ত পিলার ৯২৭/৩-এস থেকে ৯২৭/৪-এস এর মধ্যবর্তী স্থানে প্রায় ১৫০ গজ ভারতীয় অভ্যন্তরে ধরলা নদীর তীরসংলগ্ন একটি রাস্তা সংস্কারের কাজ শুরু করে।
কাজ চলাকালে বিষয়টি নজরে আসলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিজিবি সদস্যরা আপত্তি জানান এবং সীমান্ত সংলগ্ন এলাকায় এমন কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিজিবির আপত্তির পর বিএসএফ সদস্যরা তাৎক্ষণিকভাবে রাস্তা সংস্কারের কাজ বন্ধ করে দেয়।
এ বিষয়ে বিজিবি জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধানের লক্ষ্যে আগামী মঙ্গলবার (০৬ জানুয়ারি ২০২৬) দুপুর ১টায় কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে রাস্তা সংস্কার কার্যক্রমের বিষয়ে বিস্তারিত আলোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বিজিবি ও বিএসএফ নিয়মিতভাবে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে কাজ করে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অপরাধ
ধরলা তীরে রাস্তা সংস্কারের উদ্যোগ, বিজিবির আপত্তিতে থামল বিএসএফ
প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ণ
পড়া হয়েছে: ১৯০৮ বার
বিজ্ঞাপন

Leave a Reply