গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর জেলার সখিপুরে অবস্থিত মাহমুদ ডেনিম ফ্যাক্টরি হঠাৎ করে মাসিক বেতন পরিশোধ না করেই বন্ধ ঘোষণা করায় শতাধিক শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন। রোববার সকালে এ ঘটনা ঘটে। এতে সখিপুর-সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা জানতে পারেন কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে বন্ধ ঘোষণার আগে শ্রমিকদের মাসিক বেতন পরিশোধ করা হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা প্রথমে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন এবং পরে সড়ক অবরোধ করেন।
বিক্ষোভ চলাকালে শ্রমিকরা অবিলম্বে বকেয়া বেতন পরিশোধ, কারখানা পুনরায় চালু এবং শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিতের দাবি জানান। শ্রমিকদের অভিযোগ, কোনো ধরনের পূর্ব নোটিশ বা আলোচনা ছাড়াই মালিকপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করেছে, যা শ্রম আইন পরিপন্থী। বেতন না পাওয়ায় অনেক শ্রমিক পরিবার নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন বলেও জানান তারা।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। তবে এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত বকেয়া বেতন পরিশোধ ও সমস্যার স্থায়ী সমাধান না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
অপরাধ
সখিপুরে মাহমুদ ডেনিম ফ্যাক্টরি হঠাৎ বন্ধ, বেতন না পেয়ে সড়ক অবরোধে শ্রমিক বিক্ষোভ
প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ১১:৫৪ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৪১ বার
বিজ্ঞাপন

Leave a Reply